চলতি বছর শুরুর দিকে ভারতের জি-বাংলার ‘সা-রে-গা-মা-পা’ খ্যাত বাংলাদেশি গায়ক মঈনুল আহসান নোবেল ঘোষণা দিয়েছিলেন নতুন অ্যালবাম প্রকাশ করার। আর এই অ্যালবাম হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অ্যালবাম। যেখানে অর্থায়ন করবেন হত্যা মামলার আসামি দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান। যাকে নিয়ে বর্তমানে দেশজুড়ে হচ্ছে তুমুল আলোচনা-সমালোচনা। আর এসব কারণে পেছনোর ঘোষণা থেকে সরে দাঁড়ালেন নোবেল।
জানুয়ারির শুরুর দিকে এই গায়ক জানিয়েছিলেন, শিগগিরই বাংলাদেশের সংগীত ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অ্যালবাম আসছে। নাম ‘মাফিয়া’। অ্যালবামের মোট ১২টি গান শুটিং হবে দুবাই, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের ২০টি দেশে। অ্যালবামটি সম্পূর্ণ অর্থায়ন করবেন আমার আপন বড় ভাই আরাভ খান। এমনকি কিছু গানের মডেল হিসেবেও তাকে দেখা যাবে। বাংলাদেশ! রেডি তো?’
কেন আর এই অ্যালবামের কাজ করবেন না নোবেল? জানতে চাইলে দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘এটা আগের ঘোষণা ছিল। এখন আমি আর এই অ্যালবামটি করব না- এটুকু বলতে পারি। এর বেশি কিছু জানি না।’
আরও পড়ুন: নোবেলের গানে মডেল হবেন আরাভ খান!
সম্প্রতি আপনি তো আরাভ খানের আমন্ত্রণে দুবাই গিয়েছেন। সেখানে স্বর্ণের দোকান উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নিয়েছেন- বলার সঙ্গে সঙ্গেই নোবেল বলেন, ‘কে বলেছে আমি তার আমন্ত্রণে দুবাই গিয়েছি। আমি গিয়েছি আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে। আর সেখানে গিয়ে জানতে পারি আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করা হবে। জানার পর আমি শুধুমাত্র শুভেচ্ছাবার্তা দিয়েছি। এর বেশি কিছুই না।’
নোবেল আরও বলেন, ‘আমি এখন দেশে আছি। যদি তার (আরাভ খান) আমন্ত্রণে যাওয়া হতো তাহলে আরও কিছুদিন হয়তো সেখানে থাকা হতো।’