অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঞ্চলের ডার্লিং-বাকা নদীতে লাখ লাখ মাছ মারা গেছে। তীব্র গরমে পানি কমে মাছগুলো মারা গেছে বলে জানিয়েছে স্থানীয় নদী কর্তৃপক্ষ।
আজ শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সকালে মারা যাওয়া বিভিন্ন প্রজাতির লাখ লাখ মাছ ডার্লিং-বাকা নদীতে ভাসতে দেখেন মেনিন্ডি শহরের বাসিন্দা। এই শহরে মাত্র ৫০০ জনের মতো মানুষ বসবাস করে।
এর আগে ২০১৯ সালের ৯ জানুয়ারি এমন মাছ মৃত্যুর ঘটনা দেখেছিল শহরবাসী। তবে এবার মারা যাওয়া মাছের সংখ্যা অনেক বেশি।
ডার্লিং-বাকা নদীটি অস্ট্রেলিয়ার সবচেয়ে সবচেয়ে বড় ‘মারে ডার্লিং বেসিনের’ অন্তর্গত। ২০১২ সালে নদীটির শুকিয়ে যাওয়া ঠেকাতে এবং প্রাণ ফিরিয়ে আনতে ১৩ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারের প্রকল্প নেওয়া হয় এবং তা বাস্তবায়ন করা হয়।
আজ শনিবার মেনিন্ডির তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস পাওয়া গেছে।