যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার দাবি করে, রুশ যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষের পর তাদের পাইলটবিহীন একটি ড্রোন কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে। এ নিয়ে দেশটি গত বৃহস্পতিবার সেই সংঘর্ষের ভিডিও প্রকাশ করে। এদিকে মার্কিন এই গোয়েন্দা ড্রোনকে ভূপাতিত করার ঘটনায় জড়িত দুই পাইলটকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করেছে রাশিয়া। খবর আল-জাজিরা ও ফক্স নিউজের।
ফক্স নিউজ জানিয়েছে, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ওই দুই পাইলটকে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করেছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, ড্রোনটিকে বিশেষ সামরিক অভিযানের জন্য প্রতিষ্ঠিত অস্থায়ী আকাশসীমার সীমানা লঙ্ঘন থেকে প্রতিহত করার জন্য পাইলটদের প্রশংসা করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার এসইউ-২৭ যুদ্ধবিমানের দুই পাইলটকে পুরস্কৃত করার সময় সের্গেই শোইগু তাদের প্রশংসা করেন।
রুশপন্থী রাজনৈতিক বিশেষজ্ঞ সের্গেই মারকোভ বলেন, দুই পাইলটকে পুরস্কৃত করার স্পষ্ট অর্থ হলো রাশিয়া এমন ধরনের মার্কিন ড্রোন ভূপাতিত ভবিষ্যতে আরও করবে। তিনি আরও লিখেছেন, রাশিয়ার এই সিদ্ধান্ত দেশটির সমাজের কাছ থেকে একটি জোরালো সমর্থন পাবে।
আরও পড়ুন: রুশ জঙ্গিবিমানের সঙ্গে ড্রোন সংঘর্ষের ভিডিও প্রকাশ যুক্তরাষ্ট্রের