ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আজ শনিবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সৌদি আরব থেকে দেশে ফিরলে বিমানবন্দর থেকে নামার পরপরই তাকে গ্রেপ্তার দেখায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তবে পলাতক রয়েছেন মাহির স্বামী রকিব সরকার।
এর মধ্যে মাহি ও তার স্বামী রকিবের বিরুদ্ধে গাজীপুরে দুটি মামলা হয়েছে। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন মিয়া। আর দুজনকেই হুকুমের আসামি দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বিষয়টি সংবাদমাধ্যমের সুবাদে মাহি ও তার স্বামী জানতে পারেন।
আরও পড়ুন: চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার
জানা গেছে, গ্রেপ্তার হওয়ার ভয়ে পবিত্র ওমরাহ পালন শেষে শুধুমাত্র মাহি ও তার মামা দেশে ফিরেছেন। আর রাকিবকে রাখা হয়েছে দেশের বাইরেই। মাহি দেশে ফিরে পরিস্থিতি বুঝে স্বামীকে দেশে আসার কথা জানাবেন- এমনটাই পরিকল্পনা করেছেন এই চিত্রনায়িকা।
আজ সকালে মাহিকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে পরিবেশটা ঘোলাটে হয়ে যাওয়ায় আপাতত দেশে ফিরছেন না রাকিব সরকার। এরপর সময় বুঝে ও পরিকল্পনা করে তার দেশে ফেরার চিন্তা রয়েছে বলে জানা গেছে।