advertisement
advertisement
advertisement

ভারতে ফের বাড়ছে করোনা, চার মাসে সর্বোচ্চ

অনলাইন ডেস্ক
১৮ মার্চ ২০২৩ ০২:৩৮ পিএম | আপডেট: ১৮ মার্চ ২০২৩ ০২:৩৮ পিএম
ভারতে ফের বাড়ছে করোনা প্রকোপ
advertisement

ভারতের প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ ফের বাড়ছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০০ করোনা রোগী শনাক্ত হয়েছে। যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। খবর এনডিটিভির।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে জানানো হয়েছে, নতুন করে ৮৪১ জনের করোনা শনাক্তের মধ্য দিয়ে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা পাঁচ হাজার ৩৮৯জনে দাঁড়িয়েছে। দেশটির ঝাড়খন্ড ও মহারাষ্ট্রে একজনের করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

advertisement

বর্তমানে দেশটির কেরালা, মহারাষ্ট্র, কর্ণাটক এবং গুজরাটে নতুন করে করোনা রোগীর সংখ্যা সর্বোচ্চ। ভারতে দৈনিক গড় নতুন করোনা রোগী এক মাসে ছয় গুণ বেড়েছে।

ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ২২০ কোটি ৬৪ লাখ করোনার ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে, ছয় প্রদেশকে হঠাৎ করে বেড়ে যাওয়া ভাইরাল সংক্রমণ নিয়ন্ত্রণের ওপর জোর দিতে বলা হয়েছে।

advertisement