advertisement
advertisement
advertisement

ইএসপিএনক্রিকইনফো অ্যাওয়ার্ডস
ওয়ানডের সেরা ব্যাটার মিরাজ, টেস্টের সেরা বোলার এবাদত

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৩ ০৪:৩০ পিএম | আপডেট: ১৮ মার্চ ২০২৩ ০৪:৩০ পিএম
মিরাজ ও এবাদত। ছবি: সংগৃহীত
advertisement

গত বছরের দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের পাশাপাশি পুরস্কার বাগিয়ে নিয়েছেন বাংলাদেশি আরেক তারকা এবাদত হোসেনও। ইএসপিএনক্রিকইনফো অ্যাওয়ার্ডসে ২০২২ সালের সেরা ওয়ানডে ইনিংস ছিল মিরাজের। আর সেরা টেস্ট বোলিং স্পেল জিতেছেন মিরাজ।

আজ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা হওয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ক্রিকেট ভিত্তিক সবচেয়ে বড় পোর্টাল ক্রিকইনফো। এই আয়োজনে গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন মিরাজ। যেখানে এই ডানহাতি ৮৩ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ইনিংসে ভর করেই বাংলাদেশ জয় পায়।

advertisement

মিরাজ এই পুরস্কার জিততে পেছনে ফেলে ভারতের ঈশান কিষানকে। ভারতের উইকেটকিপার–ব্যাটার কিষানের ইনিংসটিও ছিল বাংলাদেশ–ভারত সিরিজে ২১০ রানের। তবে কিষানের ডাবল সেঞ্চুরি ছাপিয়ে ইনিংসের গুরুত্ব বিবেচনায় সেরার স্বীকৃতি পেয়েছে মিরাজের ইনিংসটিই।

এদিকে গত বছর মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের স্মরণীয় জয়ে অনন্য ভূমিকা রাখা পেসার এবাদত হোসেনের স্পেল সেরা হয়েছে। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ২১ ওভার বল করে ৪৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই ডানহাতি।

advertisement

ক্রিকইনফোর এই বছরের সেরা পারফরম্যান্স বাছাইয়ে বিচারক ছিলেন ডেল স্টেইন, ড্যানিলে ভেট্টরি, ইয়ান বিশপ, টম মুডি, লিসা স্থালেকার, ওয়াসিম জাফর, পিটার বোরেন, পারভেজ মাহারুপ, উরুজ মুমতাজ, নেইল ও’ব্রায়েন এবং মার্ক নিকোলাস।