advertisement
advertisement
advertisement

গণতন্ত্র ফিরিয়ে না দিলে সরকারেরই বিপদ

অলি আহমেদ, প্রেসিডেন্ট, এলডিপি

নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১১:৪০ পিএম
advertisement

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব) অলি আহমেদ বীর বিক্রম সরকারের উদ্দেশে বলেছেন, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে জনগণকে রেহাই দিন। গণতন্ত্র ফিরিয়ে দিন। অন্যথায় সামনে বিপদ অপেক্ষা করছে। গতকাল শনিবার রাজধানীর পূর্ব পান্থপথে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে উল্লেখ করে অলি আহমেদ বলেন, দেশে বিপুল অবৈধ অস্ত্র ঢুকছে, সেটা সরকারের চৌকস পুলিশ বাহিনী জানে না এমন হতে পারে না। তবে কেন এই অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে না। পুলিশের তথ্য অনুযায়ী, দেড় লাখ অস্ত্রের হালনাগাদ তথ্য নেই। অথচ ২০১৮ সালে পুলিশ-বিজিবি এবং সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে দিনের ভোট রাতের বেলা সম্পন্ন করেছিল।

advertisement

দেশের অর্থনৈতিক অবস্থা প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশে এখন লুটপাটের প্রতিদ্বন্দ্বিতা চলছে। অর্থ সংকটের কারণে গত সাত মাসে এডিবি বাস্তবায়ন হয়েছে মাত্র ২৮ শতাংশ। শূন্য অগ্রগতি নিয়ে বছর পার হয়েছে ২৩৬ প্রকল্পের, যা বিগত সাত বছরে সর্বনিম্ন। সরকারের মোট ঋণ সাড়ে ১৩ লাখ কোটি টাকা। বর্তমান অর্থবছরে সুদ বাবদ ব্যয় হবে ৭৩ হাজার কোটি টাকা। টাকার অবমূল্যায়ন হয়েছে ২৬ শতাংশ। এ সবকিছু বিবেচনা করলে বোঝা যায় অর্থনৈতিক অবস্থা সুখকর নয়।

এলডিপি মহাসচিব রেদোয়ান আহমদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন এলডিপি নেতা নেয়ামুল বশির, আওরঙ্গজেব বেলাল, এসএম মোরশেদ, মাহে আলম চৌধুরী, অধ্যক্ষ মাহবুবুর রহমান, মোছা. কারিমা খাতুন, বিল্লাল হোসেন মিয়াজি প্রমুখ।

advertisement