মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভোট ডাকাতি, লুটপাট, দ্রব্যমূল্য বাড়ানোসহ সব ধরনের সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এই সরকার নিজেই একটা সিন্ডিকেট, ভোট ডাকাতির সিন্ডিকেট, লুটপাটের সিন্ডিকেট, জনগণের ওপরে নির্যাতন করার সিন্ডিকেট। গতকাল শনিবার পল্টন মোড়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি এসব কথা বলেন।
বেলা সাড়ে ১১টায় পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, অন্তর্বর্তীকালীন সরকার গঠন, নিত্যপণ্যে ও বিদ্যুতের দাম কমানো দাবিতে এ সমাবেশ হয়। সমাবেশের পর তারা বিজয়নগর সড়ক পর্যন্ত মিছিল করে। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন রমজান মাসে গণসংযোগ করার কর্মসূচি ঘোষণা করেন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমাদের তিস্তা থেকে ভারতের পশ্চিমবঙ্গ সরকার দুইটা খাল কেটে তারা আবার সেখানে পানি প্রত্যাহার করবার সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনীয় অর্থ ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে। এতদিন পার হয়ে গেল, সরকার এতখানি নতজানু যে এই পর্যন্ত ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে একটা সাধারণ প্রতিবাদ করার সাহস পায়নি।
বাংলাদেশ গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের পাণ্ডারা সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ তছনছ করেছে। সুপ্রিমকোর্ট এখন আওয়ামী লীগের দখলে চলে গেছে। এই সরকারের বিরুদ্ধে আমাদের পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে হবে।
জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে এবং ছাত্রলীগ (রব) সভাপতি তৌফিক উজ-জামান পীরাচার সঞ্চালনায় সমাবেশে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, ভাসানী অধিকার পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ বক্তব্য রাখেন।