ডাচ্-বাংলার টাকা ছিনতাই
বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় নতুন করে আরও ৮৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনার পরিকল্পনাকারী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের সময় এ টাকা উদ্ধার করা হয়েছে
বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুল ইসলাম। এ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় ৭ কোটি ৮৯ লাখ ৬ হাজার টাকা উদ্ধার হলো।
রাজধানীর উত্তরায় প্রকাশ্যে গত ৯ মার্চ সকালে বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের একটি গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এরপর বিভিন্ন সময়ে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এখন পর্যন্ত ৭ কোটি ৮৯ লাখ ৬ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানায় পুলিশ।