প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমি ও ঘর পেয়ে রাজৈরে এখন আর ভূমিহীন ও গৃহহীন নেই। তার আশ্রয়ণে এখন মাথা গোঁজার ঠাঁই পেয়েছে রাজৈরবাসী। এখন আর পরের বাড়ির আঙিনায়, নদী পাড়ে কিংবা রাস্তার পাশে খড়কুটো বা পলিথিনের ছাউনি দিয়ে মাথা গোঁজার ঠাঁই করতে হয় না। একটু ঠাঁই পাওয়ার জন্য অন্যের দ্বারা নির্যাতিত হতে হয় না। তাদের সেই মানবেতর জীবন এখন দুঃস্বপ্নের মতো মনে হয়। আশ্রয়ণবাসীরা অল্প জায়গার মধ্যে চাষাবাদ করে নিজের পরিবারের তরিতরকারি ফলাচ্ছে। কেউবা ক্ষুদ্র ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে। এসব ভূমিহীন ও গৃহহীনরা এখন মাথা গোঁজার ঠাঁই পেয়ে আনন্দিত। তারা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করছেন। রাজৈর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, দীর্ঘ যাচাই-বাছাই শেষে উপজেলা প্রশাসন চার ধাপে ভূমিহীন ও গৃহহীন ৩৬৮ পরিবারে দুই শতক করে জমি ও একটি আধাপাকা ঘর বুঝিয়ে দিয়েছেন। আরও অপেক্ষমাণ রয়েছে ২৬টি ঘর।