কুমিল্লার বরুড়ার শিলমুড়ী উত্তর ইউনিয়নের ডিমডুলে নির্বাচনপরবর্তী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী প্রার্থীর উপস্থিতিতে এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে ডিমডুল গ্রামের দুই বাড়িতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার শিকার ব্যক্তিরা নৌকা প্রতীকের সমর্থক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আবদুস সালাম তার গ্রামে বিজয় মিছিল করছিলেন। তার উপস্থিতিতে একই গ্রামের নিবাসী মাওলানা মোহাম্মদ গাজিউল হক মিয়াজীর বাড়ির সামনে গিয়ে আকস্মিক বিনা উসকানিতে তার ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করা হয়। হামলায় গাজিউল হক মিয়াজীর দুই আত্মীয় মো. মইন ও আবদুল হান্নান বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাদের দুজনকেই বেধড়ক পিটিয়ে মাথা ফাটিয়ে দেন সালামের কর্মী-সমর্থকরা। আবদুল হান্নানকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে মাথায় সেলাই করাতে হয়েছে। মইনকে এলাকায় প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।