গোমস্তাপুরে নিরাপদ আমের উৎপাদন বৃদ্ধিতে করণীয় ও সম্ভাবনা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার রহনপুর পৌরসভা সম্মেলন কক্ষে বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রহনপুর পৌরসভার মেয়র মো. মতিউর রহমান। কর্মশালায় কেমিক্যাল মুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদকরণ, রোগ-পোকা দমন ও ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিকরণের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত ৭০ জন আমচাষি ও ব্যবসায়ীবৃন্দ।