মার্কিন অভিনেত্রী লিন্ডসে লোহান ব্যক্তিগত জীবনের একটি সুখবর দিলেন। ইনস্টাগ্রামে নিজের গর্ভাবস্থার কথা ঘোষণা দিয়ে লেখেন ‘শিগগির আসছে’। পাশাপাশি একটি শিশুর ছবিও শেয়ার করেছেন। পোস্টটির অন্য একটি ক্যাপশন ছিলÑ ‘আমরা ধন্য এবং উত্তেজিত!’ অন্তঃসত্ত্বার খবর জানানোর পর শুভেচ্ছায় ভাসছেন এ অভিনেত্রী।