জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও গানেও তিনি নিয়মিত। এর আগে তিনটি গানে কণ্ঠ দিয়েছেন নুসরাত। যার মধ্যে আমি চাই থাকতে, পটাকা ও হাবিবি বেশ জনপ্রিয়তা পায়। এবার আসছে তার চতুর্থ গান ‘বুঝি না তো তাই’। এতে নুসরাত ফারিয়ার সহশিল্পী হিসেবে প্রথমবারের মতো নাম লিখিয়েছেন ব্রিটিশ র্যাপার মুজজি স্ট্রেইনজার। বাংলাদেশি বংশোদ্ভূত এ গায়ক ইংল্যান্ডসহ গোটা বিশ্বে বেশ জনপ্রিয়। তিনি বিবিসি এশিয়ান নেটওয়ার্কের সেরা তিন প্রতিযোগীর একজন। প্রথম বাংলাদেশি হিসেবে কাজ করছেন মেইন স্ট্রিম ব্রিটিশ মিউজিক ইন্ডাস্ট্রিতেও। ‘বুঝি না তো তাই’ গানটির সুর মুমজি আর সংগীতায়োজনে আছেন ডিজে লায়ান। কথা লিখেছেন বাঁধন। ফেব্রুয়ারিতে থাইল্যান্ডে এর দৃশ্যধারণ করা হয়েছে। এর কোরিওগ্রাফি ও নির্দেশনা দিয়েছেন ভারতের ডিরেক্টর ও ড্যান্সার বাবা যাদব। গানটির ভিডিও ভারতের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ইউটিউব চ্যানেলে এবার রোজার ঈদে মুক্তি দেওয়া হবে।