advertisement
advertisement
advertisement

এবার এলো ‘আই স্ক্রিন’

বিনোদন সময় প্রতিবেদক
১৯ মার্চ ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১১:৪৭ পিএম
advertisement

বিনোদনের স্মার্ট দুনিয়ায় সারাবিশে^র বাঙালি দর্শকদের মাতাতে এবার এলো ওটিটি ‘আই স্ক্রিন’। বৃহস্পতিবার হোটেল শেরাটনে তারকাদের উপস্থিতিতে এক জমকালো উৎসবমুখর আয়োজনে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই এর নতুন এই প্ল্যাটফরম ‘আই স্ক্রিন’।

এই প্ল্যাটফর্মে দর্শকরা ফ্রি এবং প্রিমিয়াম সাবস্ক্রাইবার এই ২ উপায়ে কন্টেন্ট উপভোগ করতে পারবেন। ‘আই স্ক্রিন’ এ থাকবে নতুন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজ, ডাবিং কন্টেন্ট, শর্ট ফিল্ম, জনপ্রিয় সব অনুষ্ঠানসহ বিনোদনের সবকিছু। সর্বনিম্ন ২৫ টাকায় ১ মাসের জন্য, ১২৫ টাকায় ৬ মাসের জন্য এবং ২২৫ টাকায় ১ বছরের জন্য দর্শকরা প্রিমিয়াম সাবস্ক্রিপশন করতে পারবেন। যে কোনো ধরনের মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ভিসা এবং মাস্টার কার্ডের মাধ্যমে খুব সহজেই পেমেন্ট করা যাবে। স্বল্প ইন্টারনেট খরচে বা সীমিত এমবি (মেগাবাইট) ব্যয়ে অত্যন্ত দ্রুত এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে দর্শকরা ‘আই স্ক্রিন’ এর সকল কন্টেন্ট উপভোগ করতে পারবেন।

advertisement

দর্শকরা গুগল প্লেস্টোর এবং অ্যাপল স্টোর থেকে ‘আই স্ক্রিন’ অ্যাপ ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড্রয়েড টিভির দর্শকদের জন্য আই স্ক্রিন উন্মুক্ত। ওয়েব : িি.িরংপৎববহ.পড়স.নফ ‘আই স্ক্রিন’-এর গ্র্যান্ড গালা ইভেনিং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়েছেন ফরিদুর রেজা সাগর, ব্যবস্থাপনা পরিচালক, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই, জহিরউদ্দিন মামুন, পরিচালক, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই। ‘আই স্ক্রিন’-এর বিভিন্ন বিষয়ে জানিয়েছেন রিয়াজ আহমেদ, প্রধান কর্মকর্তা, ‘আই স্ক্রিন’। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ সাকিব আল হাসান, চঞ্চল চৌধুরী, নায়িকা নিপুন, মৌসুমী, ওমর সানী, ঈশিতা, তিশা, মৌসুমী হামিদ, আফসানা মিমি, জ্যোতিকা জ্যোতিসহ আরও অনেক জনপ্রিয় তারকা।

advertisement