advertisement
advertisement
advertisement

চলে গেলেন হলিউড তারকা ল্যান্স রেডিক

১৯ মার্চ ২০২৩ ১২:০০ এএম
আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১১:৪৭ পিএম
advertisement

হলিউডের জনপ্রিয় অভিনেতা ল্যান্স রেডিক আর নেই। ৬০ বছর বয়সেই চলে গেলেন ‘জন উইক’ খ্যাত এ তারকা। আমেরিকার লসঅ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে ১৭ মার্চ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে জানান অভিনেতার জনসংযোগ কর্মকর্তা মিয়া হ্যানসেন। ‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত এক সংবাদে এমনটা জানা গেছে। লসঅ্যাঞ্জেলেসের স্টুডিও সিটি এলাকায় নিজের বাড়িতে মৃত্যু হয় ল্যান্স রেডিকের। মৃত্যুর কারণ নিয়ে এখনো কোনো কিছু জানা না গেলেও অভিনেতার জনসংযোগের দায়িত্বে থাকা মিয়া হ্যানসেন জানিয়েছেন, স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে তার। ২০০০ সাল নাগাদ ‘অজ’ নামক টেলিভিশন শোয়ের হাত ধরে হলিউডে পরিচিতি লাভ করেন ল্যান্স রেডিক। এর পরই সুযোগ আসে ‘জন উইক’ সিনেমায় কাজ করার। এ সিনেমায় অভিনয় করে নজর কেড়েছিলেন ল্যান্স রেডিক। ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি ‘জন উইক : চ্যাপ্টার ৪’ সিনেমাতেও দেখা যাবে ল্যান্সকে। চ্যারনের চরিত্রেই পর্দায় ফিরবেন হলিউড অভিনেতা। ল্যান্স উইকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন হলিউড তারকা থেকে অনুরাগীরা।

advertisement