advertisement
advertisement
advertisement

রাশিফল ১৯ মার্চ

আজ জন্ম নেওয়ায় আপনি মীন রাশির জাতক বা জাতিকা : গুরুত্বপূর্ণ সংখ্যা ১

আনোয়ার বিন জুলকার নাঈন
১৯ মার্চ ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১১:৪৭ পিএম
advertisement

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

advertisement

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রিয়জনের মন পেতে হলে পছন্দ অনুযায়ী উপহার দিন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। কেনাকাটায় বাড়তি ক্রয়ের চিন্তা পরিহার করুন। স্বাস্থ্য ভালো যাবে।

advertisement

মিথুন (২২ মে-২১ জুন)

ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। যাবতীয় কেনাকাটায় সতর্ক থাকা উচিত। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। দূরের যাত্রায় না যাওয়ায় ভালো।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

শিল্পকলা কিংবা সাহিত্যে অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চললে আপনারই ভালো।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

বিদেশ যাত্রায় হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন। জনসমাগম থেকে দূরে থাকলে আপনারই ভালো।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কেনাকাটায় সতর্ক থাকুন। দূরের যাত্রায় না যাওয়ায় ভালো।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হবে। পাওনা আদায়ে কুশলী হোন। কেনাকাটায় বাড়তি কিছু ক্রয়ের প্রবণতা পরিহার করুন। স্বাস্থের প্রতি যত্ন নিন। জনসমাগম এড়িয়ে চলুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ফেসবুক দেখুনÑ কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। দূরের যাত্রা এড়িয়ে চলুন। কেনাকাটায় সাবধান থাকলে আপনারই ভালো।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

পেশাজীবীদের কারও পসার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। কেনাকাটায় সতর্ক থাকা উচিত। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। স্বাস্থের প্রতি যত্ন নিন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

বেকারদের কেউ প্রত্যাশার চাইতে ভালো চাকরি পেতে পারেন। ফেসবুকে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পাবেন। দূরের যাত্রায় সাবধান থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কেনাকাটায় বাড়তি কিছু কিনবেন না। দূরের যাত্রা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শিক্ষার্থীদের কেউ প্রত্যাশার চাইতে ভালো চাকরি পেতে পারেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। দূরের যাত্রায় কাউকে সঙ্গে নিতে ভুলবেন না। কেনাকাটায় সাবধান। জনসমাগম এড়িয়ে চললে আপনারই ভালো।