ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে গতকাল সেঞ্চুরি করেছেন সাব্বির রহমান, সাইফ হাসান ও সাব্বির হোসেন। এদিন জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে সাইফ হাসানের সেঞ্চুরি (১০৮) ও ফজলে মাহমুদের (৮০) ফিফটিতে ভর করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩১৭ রান করে শেখ জামাল। আবু হায়দার নেন ৩ উইকেট। জবাবে খেলতে নামা অগ্রণী ব্যাংক ৩১.৪ ওভারে ১১৪ রানে অলআউট হয়। ইলিয়াস সানী (২৪) ও আজিম কাজী (১৫) ও জাহিদ জাভেদ (২৪*) ছাড়া বাকি কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান পাননি। ১৮ রানে ৩ উইকেট নেন ম্যাচসেরা সাইফ। ম্যাচটি ২০৩ রানের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় শেখ জামাল। টানা দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। আর টানা দুই ম্যাচেই হারল অগ্রণী ব্যাংক। মিরপুরে সাব্বিরের সেঞ্চুরি (১১০*) আর ইরফান শুক্কুরের (৭৪) ফিফটির সুবাদে ৫২ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রূপগঞ্জ। এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ২৪৮ রানে গুটিয়ে যায় সিটি ক্লাব। সর্বোচ্চ ৫১ রান আব্দুল্লাহ আল মামুনের। নাঈম ইসলাম জুনিয়র ৩ উইকেট নেন। ম্যচটি ৭ উইকেটে জিতেছে রূপগঞ্জ। টানা দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রূপগঞ্জ। সিটি ক্লাবের এটি টানা দ্বিতীয় হার। ফতুল্লায় বৃথা গেছে সাব্বির হোসেনের সেঞ্চুরি। ২৬৮ রান তাড়ায় ৪০.১ ওভারে ২১০ রানে অলআউট হয় তার দল ব্রাদার্স ইউনিয়ন। ২৬ বছর বয়সী সাব্বির তিনে নেমে ১২৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আনিসুল ইসলাম ইমনের। রাজা ৪ ও রুবেল হোসেন ৩ উইকেট নেন। এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা প্রাইম ব্যাংক নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৬৮ রান করে। প্রান্তিক নওরোজ নাবিল ৮৩ ও সাহাদাত হোসেন ৪৩ রান করেন। সাব্বির হোসেন নেন ৩ উইকেট। ম্যাচটি ৫৮ রানে জিতেছে প্রাইম ব্যাংক। দল হারলেও অলরাউন্ড পারফরম্যান্স করা সাব্বির ম্যাচসেরা হন। জয় দিয়ে অভিযান শুরু করল প্রাইম ব্যাংক। অন্যদিকে প্রথম ম্যাচে হারের তেতো স্বাদ পেল ব্রাদার্স।