স্প্যানিশ ফুটবলের সবচেয়ে ধ্রুপদী লড়াই এল ক্লাসিকো আকর্ষণ হারিয়েছে অনেক আগেই। অবশিষ্ট যেটুকু ছিল সেটাও ধূসর হয়ে গেছে। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতিই মূলত রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা মহারণের রোমাঞ্চ অনেকটাই কমিয়ে দিয়েছে। রোমাঞ্চের এতটাই ভাটির টান লেগেছে যে, আজ যে লা লিগার মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো সেটির খবরই বা কজন রেখেছেন!
আসলে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে রিয়াল ও বার্সার মাঠের বাইরের লড়াই। লা লিগার রেফারি কমিটির সহ-সভাপতিকে ঘুষ দিয়েছে বলে বার্সার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত দায়ের করেছেন স্প্যানিশ প্রসিকিউটররা। সরকারি আইনজীবীদের সঙ্গে কাতালানদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদও। যদিও চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন পদক্ষেপ ভালো লাগেনি বার্সার। ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তার মতে সবাই এখন ‘একজোট’ হয়েছে। এই জোটকে পাল্টা আক্রমণ করার হুশিয়ারি দিয়ে রাখলেন কাতালান ক্লাবটির প্রধানকর্তা। সেটি অবশ্য আপাতত মাঠের খেলাতেই দিতে চান লাপোর্তা। তাই ক্লাবের ভক্তদের পাশে চান তিনি। পরশু রাতে ক্লাবের ওয়েবসাইটে বার্সা সভাপতি বলেছেন, ‘এই রবিবার (আজ) আমাদের দুর্দান্ত একটা ম্যাচ রয়েছে এবং আগের চেয়েও বেশি সমর্থন দরকার। লক্ষ্যের কাছাকাছি পৌঁছতে এটা আমাদের জন্য বড় একটা সুযোগ। আমরা যে প্রচারণার শিকার হচ্ছি তা ভাগ্যবশত নয়। এটা স্বল্পমেয়াদে দলকে অস্থিতিশীল করে তোলার প্রক্রিয়া। যেটির মূল লক্ষ্য সবকিছু নিয়ন্ত্রণে নেওয়া এবং বার্সেলোনাকে দখল করা।’
লাপোর্তা যোগ করেন, ‘আমি আপনাকে ব্যাখ্যা দিতে পারি কেন এবং কীভাবে তারা বাধা দিয়ে পরবর্তী পরিকল্পনা সাজাতে চায়। কোনো সন্দেহ নেই, আমরা আমাদের বাঁচাব। শুধু তাই নয়, আমরাও আক্রমণ করব। এখন আমাদেরকে খেলোয়াড়দের উৎসাহিত করতে হবে। এটি ষড়যন্ত্রের উদ্দেশ্য হচ্ছে, আমাদের দলকে অস্থিতিশীল করে তোলা। ম্যাচটা জিততে হলে এখন আমাদের কোচ এবং খেলোয়াড়দের সাহস জোগাতে হবে।’
লা লিগার ২৫তম রাউন্ড শেষে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। দুইয়ে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান নয় পয়েন্টের। রিয়ালের সামনে সুযোগ ব্যবধান কমানোর। বার্সার জন্য বাড়ানোর। খুব স্বাভাবিকভাবেই এই ম্যাচে বার্সা জিতলে লিগের এই মৌসুমের ভাগ্য তাদের পক্ষেই নির্ধারণ হয়ে যেতে পারে। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ চাপে আছে করিম বেনজেমার ইনজুরি নিয়ে।