আগামী ২০ থেকে ২৮ মার্চ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের খেলা। এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানের সঙ্গে খেলবে ইউরোপের দল রাশিয়াও। এই প্রথমবারের মতো ইউরোপের দলটির বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে দেশের মেয়েরা। এ ম্যাচে জয় পেতে চান তারা। টুর্নামেন্ট বয়সভিত্তিক হলেও রাশিয়ার বিপক্ষে মেয়েদের যাছাই করে নেওয়ার ম্যাচ হিসেবেই দেখছেন কোচ গোলাম রাব্বানী ছোটন। সম্প্রতি নারী ফুটবলে অনেক সাফল্য এসেছে। বয়সভিত্তি পর্যায়ে বাংলাদেশের নারী ফুটবল দল কী মানের, সেটি রাশিয়ার বিপক্ষে যাচাই হয়ে যাবে। ছোটন বলেন, ‘আমরা দক্ষিণ এশিয়ায় যে স্ট্যান্ডার্ডে খেলি আর ইউরোপের স্ট্যান্ডার্ড তো এক নয়। রাশিয়ার বিপক্ষে খেললে অবশ্যই আমরা কোন স্ট্যান্ডার্ডে আছি, সেটা বেরিয়ে আসবে। তবে এখানে আমাদের ভালো দিক, আমাদের মেয়েরা যে প্রতিনিয়ত পারফর্ম করছে, আমাদের কোথায় উন্নতি হয়েছে এবং ভালো টিমগুলোর সঙ্গে খেলতে গেলে কোথায় উন্নতি করা উচিত, সেটা আমরা ভালোভাবে জানতে পারব। ইউরোপের একটা দলের বিপক্ষে খেলবÑ এটা ভেবে মেয়েরা শিহরিত, চাপ অনুভব করছে না।’ তিনি আরও বলেন, ‘দক্ষিণ এশিয়ার দলগুলোর সঙ্গে খেলে অভ্যস্ত আমরা। এবার রাশিয়া যোগ হয়েছে, এটা আমাদের মেয়েদের জন্য বিরাট সুযোগ বলে আমি মনে করি।’ ২০ মার্চ ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে বাংলাদেশের।