advertisement
advertisement
advertisement

টুকিটাকি

১৯ মার্চ ২০২৩ ১২:০০ এএম
আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১১:৪৭ পিএম
advertisement

সাকিবের আরেকটি অর্জন

অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সাকিবের আগে বাংলাদেশের কেবল একজন ব্যাটসম্যানই ওয়ানডেতে ৭ হাজারের দেখা পেয়েছেন। ২৩৫ ম্যাচ খেলা তামিম ইকবালের রান এখন ৮ হাজার ১৪৬। মাইলফলক থেকে ২৪ রান দূরে ছিলেন সাকিব। আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল প্রথম ওয়ানডেতে মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের অলরাউন্ডার। ২২৮ ম্যাচ খেলা সাকিবের মোট রান ৭ হাজার ৬৯। মুশফিকের সামনেও ৭ হাজারের ক্লাবে নাম লেখানোর সুযোগ রয়েছে। আইরিশদের বিপক্ষে ৪৪ রানে আউট হয়েছেন তিনি। ২৪৩ ম্যাচে তার রান এখন ৬ হাজার ৯৪৫। সাকিব সবশেষ সিরিজেই পূর্ণ করেছেন ৩০০ ওয়ানডে উইকেট। ৭ হাজার রান ও ৩০০ উইকেটে যুগলবন্দি ওয়ানডে ইতিহাসে আছে আর কেবল সনাৎ জয়াসুরিয়া ও শহিদ আফ্রিদির।

advertisement

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ

advertisement

আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি খেলেছে বাংলাদেশ দল। এদিন নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছেন টাইগাররা। সিলেটে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৮ রান করে স্বাগতিকরা। সাকিব সর্বোচ্চ ৯৩ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৯২ রানের ইনিংস খেলেন অভিষিক্ত তৌহিদ হৃদয়। ওয়ানডেতে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ছিল ৩৩৩/৮। ২০১৯ বিশ^কাপে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রান করেছিলেন টাইগাররা। এছাড়া ২০১৯ বিশ^কাপ মঞ্চে সাউথ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে ৩৩০ রান রয়েছে বাংলাদেশের; এটি তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

‘হৃদয়’ জিতলেন হৃদয়

বিপিএলে ভালো খেলার পুরস্কার পেয়েছেন তৌহিদ হৃদয়। ইংল্যান্ড সিরিজ দিয়ে তার বাংলাদেশ দলে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার ওয়ানডেতেও অভিষেক হয়ে গেল এই ২২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানের। আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল লাল-সবুজ জার্সিতে মাঠে নামেন তৌহিদ। বাংলাদেশের ১৪০তম খেলোয়াড় হিসেবে তার ওয়ানডেতে অভিষেক হয়েছে। আর নিজের প্রথম ম্যাচেই দারুণ ব্যাট করেছেন তিনি। পাঁচে নেমে ৯২ রানের ইনিংস খেলেন তৌহিদ। তার ৮৫ বলের ইনিংসটি সাজানো ছিল ৮ চার, ২ ছক্কায়। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে সেঞ্চুরি করার রেকর্ড গড়ার সুযোগ ছিল; তবে ৮ রানের আক্ষেপ নিয়েই তৌহিদকে মাঠ ছাড়তে হয়েছে। অবশ্য অভিষেক ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এখন তারই। এছাড়া চতুর্থ উইকেটে সাকিবের সঙ্গে স্কোরকার্ডে ১২৫ বলে ১৩৫ রান জমা করেন তৌহিদ। আর তাতেই বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ।

ষ ক্রীড়া প্রতিবেদক