advertisement
advertisement
advertisement

কবি আবু জাফর ওবায়দুল্লাহর প্রয়াণ

১৯ মার্চ ২০২৩ ১২:০০ এএম
আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১১:৪৭ পিএম
advertisement

আবু জাফর ওবায়দুল্লাহ (১৯৩৪-২০০১) আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি। পুরো নাম আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ খান। তার দুটি দীর্ঘ কবিতা ‘আমি কিংবদন্তির কথা বলছি’ এবং ‘বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা’ বাংলা ভাষা সাহিত্যে অভূতপূর্ব সংযোজন। আবু জাফর ওবায়দুল্লাহ ২০০১ সালের

১৯ মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন।

advertisement

১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন আবু জাফর ওবায়দুল্লাহ। ব্যক্তিজীবনে তিনি ছিলেন উচ্চপদস্থ সরকারি আমলা। ১৯৮২ সালে তিনি বাংলাদেশ সরকারের কৃষি ও পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। কাব্যের আঙ্গিক গঠন এবং শব্দ যোজনায় বিশিষ্ট কৌশল কবিকে স্বতন্ত্র করে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছেÑ সাতনরী হার, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, মসৃণ কৃষ্ণ গোলাপ প্রভৃতি। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৯) ও একুশে পদক (১৯৮৫)।

advertisement