ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে দুই দিনে কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ ৬০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত ফরিদপুর পৌর এলাকা, সদর উপজেলার কানাইপুর, আলিয়াবাদ, কৈজুরী ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাগলা কুকুরের কামড়ে তারা আহত হন। এদের মধ্যে কানাইপুরে একটি কুকুরের কামড়েই আহত হন ৩৫ জন। আহত বেশির ভাগ রোগীকেই ফরিদপুর জেনারেল হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেওয়া হচ্ছে ভ্যাকসিন।
ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা যায়, শুক্রবার বিকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত কুকুরে কামড়ানো এসব রোগী সামলাতে হিমশিম খান নার্স ও ওয়ার্ড বয়রা। গুরুতর আহতদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
ফরিদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত নার্সিং অফিসার মো. আনসার আলী জানান, দুই দিনে কুকুরে কামড়ানো কমপক্ষে ৬০ জন রোগী চিকিৎসা দেওয়া হয়।