এ দেশে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, তৎকালীন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলেন, তখন খালেদা জিয়া বলেছেনÑ এ দেশে শিশু ও পাগল ছাড়া আর কেউ নিরপেক্ষ নয়। তাই মির্জা ফখরুল সাহেব হয়তো শিশু, নয়তো পাগল। সেই কারণে আপনারা তত্ত্বাবধায়ক সরকার চান। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গতকাল বিকালে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। নানক বলেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে কারাগারে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কারাভোগ স্থগিত রেখে নিজ বাসায় থাকার সুযোগ করে দেন। কিন্তু তার ছেলে তারেক রহমান হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সাহস থাকলে তারেক রহমান দেশে ফিরে আইনের মোকাবিলা করুক। ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় আরও রাখেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় এমপি মোহাম্মদ হাবিব হাসানসহ প্রমুখ।