প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ রোববার (১৯ মার্চ) কোথায় কী আয়োজন রয়েছে, একনজরে চলুন দেখে নেয়া যাক -
প্রধানমন্ত্রীর কর্মসূচি
র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ১০টায় গণভবন থেকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় গভার্নিং কাউন্সিল অব ইন্ডিয়া ফাউন্ডেশনের সদস্য রাম মাধব প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বিকেল ৪টায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় অংশ নেবেন।
তথ্যমন্ত্রী কর্মসূচি
দৈনিক দেশ বর্তমান পত্রিকার নবআঙ্গিকে প্রকাশ ও সমসাময়িক বিষয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানটি হবে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে। এরপর তিনি সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র সংসদের ৬০ বছর ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের ৫০ বছর পূর্তি উৎসবে যোগ দেবেন।
বিএনপির কর্মসূচি
‘কর্তৃত্ববাদের উত্থান ও বিপন্ন গণতন্ত্রঃ প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বেলা ১১টায় ডিআরইউতে আলোচনা সভা রয়েছে।
শিক্ষামন্ত্রীর কর্মসূচি
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২১তম সমাবর্তনে অংশ নেবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এসপায়ার টু ইনোভেট- এটুআই যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ এবং ইনোভেশন কর্নার উদ্বোধনের আয়োজন করেছে। দুপুর ১টায় রাজধানীর সেগুনবাগিচায় পরারাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় দফতরে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।