advertisement
advertisement
advertisement

ইমরানের বাসভবন থেকে ২০ রাইফেল ও বোমা উদ্ধার

অনলাইন ডেস্ক
১৯ মার্চ ২০২৩ ১২:১৭ পিএম | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১২:২৫ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
advertisement

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের লাহোরে জামান পার্কের বাসভবনে গতকাল অন্তত ১০ হাজার পাঞ্জাব পুলিশ অভিযান চালিয়েছে। সেইসময় পিটিআই-এর কয়েক ডজন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পাঞ্জাব পুলিশের দাবি, অভিযানের সময় তারা ইমরানের বাসভবন থেকে অস্ত্র ও পেট্রল বোমা উদ্ধার করেছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের সময় অন্তত ৬১ জন ইমরানের সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। সেই সময় তিন জন পুলিশ সদস্য এবং ১০ জন পিটিআই কর্মী আহত হন।

advertisement

এর আগে গত সপ্তাহে ইমরানের বাসভবনের বাইরে পুলিশ ও তার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। তবে সেই সময় সমর্থকদের বাধার কারণে ইমরান খানকে গ্রেপ্তারে ব্যর্থ হয় পুলিশ।

পাঞ্জাবের ইনস্পেক্টর জেনারেল পুলিশ উসমান আনওয়ার গতকালের অভিযানের পর বলেছেন, পিএসএল ম্যাচ ও লাহোর হাইকোর্টের নির্দেশের কারণে পুলিশ অভিযান বন্ধ করেছিল। কিন্তু পুলিশকে যারা আক্রামণ করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষেধ করেনি আদালত।

advertisement

তিনি বলেছেন, ইমরান খানের বাসভবন থেকে ২০টি রাইফেল এবং পেট্রল বোমার বোতল উদ্ধার করা হয়েছে। এছাড়া জামান পার্কে কিছু বাংকারও তৈরি করা হয়েছে। এই নিয়ে ইমরান খানের বিরুদ্ধে মামলা হবে।

উসমান আনওয়ার আরও বলেছেন, তল্লাশির ওয়ারেন্ট পাওয়ার পরেই পুলিশ ইমরান খানের বাসভবনে অভিযান চালিয়েছে।

আরও পড়ুন: ইমরান খানের বাড়িতে ফের পুলিশের হানা, গ্রেপ্তার ২০