advertisement
advertisement
advertisement

লাহোরকে শিরোপা জেতালেন আফ্রিদির মেয়ে জামাই

স্পোর্টাস ডেস্ক
১৯ মার্চ ২০২৩ ০১:০৬ পিএম | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ০১:০৬ পিএম
পিএসএল শিরোপা হাতে শাহিন আফ্রিদি। ছবি: সংগৃহীত
advertisement

ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি। কিছুদিন আগেই পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করেন। এবার তার নেতৃত্বেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) টানা দুই মৌসুমে শিরোপা জিতল লাহোর কালার্ন্দাস।

তবে দুবার মন ভেঙেছে মুলতান সুলতানসের। এবার তো ফাইনালে মুলতানকে মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো লাহোর। আর টুর্নামেন্টের একমাত্র অধিনায়ক হিসেবে দুটি শিরোপা জিতলেন শাহিন শাহ আফ্রিদি।

advertisement

গতকাল লাহোরে প্রথমে ব্যাট করা লাহোর নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০০ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রানে থামে মোহাম্মদ রিজওয়ানদের মুলতান। এ নিয়ে মুলতান ৩ ফাইনাল খেললো। যেখানে ২০২১ সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল।

২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুলতানের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৫২ রান করেন রাইলে রুশো। তবে পেসার জামানের করা শেষ বলে মুলতানের শিরোপা জিততে প্রয়োজন ছিল ৪ রান। কিন্তু তা আর নিতে পারেননি খুশদিল শাহ। ২ রান নেওয়া খুশদিলকে হার মানতে হয়েছে ১ রানে।

advertisement

লাহোরের জয়ের নায়ক অবশ্য অধিনায়ক শাহিন আফ্রিদি। কেননা ব্যাটিংয়ে সাত নম্বরে নেমে মাত্র ১৫ বলে ৫ ছক্কা ও ২ চারে খেলেছেন অপরাজিত ৪৪ রানের বিধ্বংসী ইনিংস। তার ইনিংসেই মূলত ২০০ রান করতে পেরেছে লাহোর। আর বল হাতেও প্রথম ৩ ওভারে ৪৫ রান দেওয়া আফ্রিদি ১৭তম ওভারে এসে রান দেন মাত্র ৬, নেন ৩ উইকেট। ম্যাচ সেরাও হয়েছে তিনি।