advertisement
advertisement
advertisement

আমাকে মেডেল দেওয়া উচিত: হিরো আলম (ভিডিও)

বিনোদন প্রতিবেদক
১৯ মার্চ ২০২৩ ০১:২৮ পিএম | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ০৫:৪২ পিএম
দেশে ফিরেই সংবাদ সম্মেলন করেন হিরো আলম।
advertisement

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম বলেছেন, ‘সাকিব আল হাসান এবং আমার মাধ্যমেই পুলিশ একজন হত্যা মামলার পলাতক আসামির সন্ধান পেয়েছে। তাই পুলিশের উচিত আমাকে আর সাকিব আল হাসানকে মেডেল দেওয়া। আমরা যদি সেখানে না যেতাম, তা হলে পুলিশ ওই আসামির সন্ধান পেত না। তাই আমাদের পুরস্কার দেওয়া উচিত।’

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আজ রোববার দেশে ফেরেন হিরো আলম। সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

advertisement

বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনের কাজ শেষ করে বাইরে অপক্ষেমান সাংবাদিকদের তিনি বলেন, ‘পুলিশ নিজেই জানতো না যে আরাভ খান (রবিউল ইসলাম) একটা মার্ডার কেসের আসামি। আমরা সেখানে গিয়েছি বলেই পুলিশ আরাভের সন্ধান পেয়েছে। এই জন্য আমাদেরকে পুলিশের পুরস্কৃত করা উচিত, মেডেল দেওয়া উচিত।’

আরও পড়ুন: দুবাইয়ের সেই স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে যা বললেন হিরো আলম

advertisement

আরাভ খুনের মামলার পলাতক আসামি, সেটা জানতেন কি না প্রশ্ন করলে হিরো আলম বলেন, ‘আমরা দুবাই যাওয়ার আগে জানতাম না যে তিনি মার্ডার কেসের আসামি। আমরা খবরটি জেনেছি গত ১৩-১৪ তারিখ। তখন তো আমরা চলেই গেছি।’

তিনি বলেন, ‘পুলিশ এ বিষয়ে আমাকে সতর্ক করেনি। পুলিশ সতর্ক করলে আমি দুবাই যেতাম না। পুলিশ যদি আগে থেকেই বিষয়টি জানতো, তাহলে ঢাকা বিমান বন্দরে আমাকে আটকাতে পারতো। পুলিশ সেটা না করে যদি এখন আমাদেরকে দোষ দেয়, তাহলে সেটা পুলিশের অন্যায়। আমি বলবো, দুবাই গিয়ে আমরা অন্যায় করিনি। পুলিশ আমাদের বিষয়টি না জানিয়ে অন্যায় করেছে।’