advertisement
advertisement
advertisement

আকস্মিক মারিউপল সফরে পুতিন

অনলাইন ডেস্ক
১৯ মার্চ ২০২৩ ০১:৪৭ পিএম | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ০১:৪৭ পিএম
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
advertisement

পূর্ব কোনো ধরনের ঘোষণা ছাড়াই মারিউপল সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছরের মে মাসে দোনেতস্কের ইউক্রেনীয় এ শহরটি দখলে নেয় রাশিয়া। আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্রেমলিনের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা তাস বলছে, পুতিনে হেলিকপ্টারে করে সেখানে গেছেন এবং বেশ কয়েকটি জেলা পরিদর্শন করেছেন।

advertisement

এদিকে গত শুক্রবার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধেগ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এরপরেই মারিউপল সফরে গেলেন পুতিন।

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৩৮৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

advertisement