advertisement
advertisement
advertisement

গোলামের কথায় ন্যানসির ফোক গান

বিনোদন প্রতিবেদক
১৯ মার্চ ২০২৩ ০১:৪৮ পিএম | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ০১:৪৮ পিএম
ন্যানসি ও গোলাম রাব্বানী
advertisement

প্রথমবারের মতো ফোক গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি। গানের শিরোনাম ‌‌’হাঁসফাঁস’ গানটিতে কণ্ঠ দেন। গোলাম রাব্বানীর লেখা ও মুরাদ নুরের সুরে গানটির সংগীত আয়োজন করছেন মুশফিক লিটু। এটি দিয়ে তৈরি হবে একটি মিউজিক্যাল ফিল্ম। যা শিগগিরই রিলিজ করা হবে।

গানটি প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘শুরু থেকেই আমি ভয়ে ছিলাম ফোক গান আমাকে দিয়ে হবে কিনা। কয়েকবার ভেবেছিলাম গানটা না করি। কি জানি কি হয়। গাওয়ার পর মনে হলো যতটা ভয় পেয়েছিলাম তারচেয়ে ভালো হয়েছে। আমার শ্রোতাদের জন্য এটি হবে একটা নতুন চমক।’

advertisement

আরও পড়ুন: পুলিশের উচিত আমাকে মেডেল দেওয়া: হিরো আলম

গীতিকবি গোলাম রাব্বানী বলেন, ‘হঠাৎ করে একটা মানুষের যদি কথা বন্ধ হয়ে যায় হাসি বন্ধ হয়ে যায়, তখন যে একটা হাঁসফাঁস অবস্থা তৈরি হয় সেই ফিলটাই মূলত এই গানে পাওয়া যাবে।’

advertisement

সংগীত পরিচালক মুশফিক লিটু বলেন, ‘অনেক দিন পর একটা নতুন ধরনের গান করলাম। এটা ঠিক রোমান্টিক বা বিরহের গানও না। কখনো কখনো মনে হতে পারে দুটোই। মজাটা এখানেই। ন্যানসিকে নতুনভাবে পাওয়া যাবে।’

মুরাদ নুর বলেন, ‘সুরের ক্ষেত্রে আমি আদি ফোকের টাচ রেখেছি। ফোক এবং ক্লাসিক একটা ফ্লেভার পাওয়া যাবে গানটিতে।’