নিজের বিয়ে বলে কথা, কিন্তু সেই বিয়ের কথাই ভুলে গেছেন এক যুবক। গত সোমবার এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের বিহারের সুলতানগঞ্জের ভাগালপুরে। খবর টাইমস নাও-এর।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ওই বর বিয়ের আগের রাতে প্রচুর মদ পান করেন। প্রবল নেশায় মত্ত হয়ে পরের দিন বিয়েতে যোগ দিতেই ভুলে যান তিনি।
কনে পক্ষ বিয়ের আসরে অপেক্ষা করছিলেন কিন্তু শেষমেশ বর আর হাজির হন নি। পরের দিন ওই যুবকের যখন জ্ঞান ফিরে তখন তিনি কনের বাড়িতে যান। তবে ওই কনে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
ওই কনে বলেন, যে ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে বোঝে না তার সঙ্গে তিনি সারাজীবন কাটাতে পারবেন না। এ সময় কনের পরিবার বিয়ের আয়োজন করতে যত টাকা খরচ হয়েছে তা বরপক্ষের কাছে দাবি করেছেন।কনের আত্মীয়রা সেইসময় বরপক্ষের কিছু লোককে জিম্মি করে।
তবে খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ। পুলিশ সূত্রের খবরে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঝামেলা মেটানো হয়েছে।