advertisement
advertisement
advertisement

রুশ বিমানকে ফের বাধা দিল ন্যাটোর যুদ্ধবিমান

অনলাইন ডেস্ক
১৯ মার্চ ২০২৩ ০৩:৩৪ পিএম | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ০৩:৫৯ পিএম
এই নিয়ে দুইবারের মতো রাশিয়ান বিমানকে বাধা দিলো ন্যাটো
advertisement

এস্তোনিয়ার আকাশসীমার কাছে গত শুক্রবার রুশ বিমানকে বাধা দিয়েছে ব্রিটিশ ও জার্মানির ফাইটার জেট। যুক্তরাজ্যের রয়্যাল বিমান বাহিনীর (আরএএফ) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর সিএনএনের। 

এই নিয়ে দ্বিতীয়বারের মতো রুশ বিমানকে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর পক্ষ বাধা দেওয়ার ঘটনা ঘটল।

advertisement

আরএএফ-এর পক্ষ থেকে বলা হয়েছে, দুটি টাইফুন জেট রাশিয়ান বাহিনীর টিইউ-১৩৪ যাত্রীবাহী জেটকে বাধা দিয়েছে। আরএএফ

এই অভিযান নিয়ে আরও বলেছে, মিত্র এস্তোনিয়ার পাশে আছে যুক্তরাজ্য, জার্মানিসহ ন্যাটোভুক্ত দেশগুলো। আরএএফ-এর কম্যান্ডার রিচার্ড লিস্ক বিবৃতিতে বলেন, ন্যাটো আকাশসীমার কাছ দিয়ে যাওয়া রাশিয়ান ওই বিমান আমরা দ্রুত সনাক্ত করি।

advertisement

এদিকে বিশ্লেষকরা বলেছেন, পরপর দুই রুশ বিমানকে বাধা দেওয়ার ঘটনায় ওই অঞ্চলে উত্তেজনা বাড়ছে।