advertisement
advertisement
advertisement

দাদার সঙ্গে চা খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩ ০৩:৫১ পিএম | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ০৪:৩৫ পিএম
প্রতীকী ছবি
advertisement

রাজবাড়ীর পাংশায় দাদার সঙ্গে চা খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আব্দুল্লাহ পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বউ বাজার এলাকার সৌদি প্রবাসী সেলিম শেখের ছেলে।

আজ রোববার সকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বউ বাজারে শাহাদুলের চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে।

advertisement

নিহত আব্দুল্লাহর দাদা মোঃ জনাব আলী শেখ বলেন, ‘প্রতিদিনের মতো নাতিকে নিয়ে আজও বাড়ির পাশের বউ বাজারে শাহাদুলের চায়ের দোকানে চা খেতে যাই। এসময় চা বানানো ইলেকট্রিক হিটার জগ টেবিলের উপর ইস্টিলের ট্রেরের উপর ছিল। ট্রেতে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় আব্দুল্লাহ। এসময় তাকে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাহবুব হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

advertisement