advertisement
advertisement
advertisement

ইমরানকে ভয় পাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী?

অনলাইন ডেস্ক
১৯ মার্চ ২০২৩ ০৪:৫৯ পিএম | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ০৮:০৪ পিএম
গত বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান
advertisement

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে দেশটির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্বের খবর বেশ পুরনো। গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি সামরিক কর্মকর্তাদের একহাত নিয়েছেন। এবার নতুন করে বিস্ফোরক মন্তব্য করলেন। 

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘আমি একটি কমিটি গঠন করেছি, আমি যদি জেলে যাই তাহলে তারা অবশ্যই দলের সিদ্ধান্ত নেবেন।’ তার বিরুদ্ধে অন্তত ৯৫টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

advertisement

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী দাবি করেছেন, বর্তমানে এস্টাব্লিসমেন্ট (পাকিস্তান সেনাবাহিনী) তাকে হুমকি মনে করছে। তবে ইমরানের এমন মন্তব্যের জবাব এখন পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়নি। 

এর আগে লংমার্চের র‍্যালিতে তাকে হত্যাচেষ্টার পেছনে বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ছাড়াও শীর্ষ সামরিক এক কর্মকর্তাকে দায়ী করেন ইমরান খান।

advertisement

পিটিআই প্রধান বলেন, তার জীবন আগের থেকে অনেক ঝুঁকিতে। আগামী নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ার জন্য বিরোধীরা তাকে হটাতে চাচ্ছে। 

গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়া ইমরান জানান, তাকে এখন গ্রেপ্তারের কোনো কারণ নেই কেননা তার সমস্ত মামলায় জামিন নেওয়া আছে।

ইমরান খান যদি কোনো মামলায় দোষী সাব্যস্ত হন তাহলে আগামী নভেম্বরের নির্বাচনে লড়াই করতে পারবেন না।

তিনি জানান, তাকে গ্রেপ্তার বা হত্যার কোনো প্রচেষ্টা করা হলে কী প্রতিক্রিয়া হতে পারে। ইমরান বলেন, আমি মনে করি এই নিয়ে জোরালো প্রতিক্রিয়া হবে এবং এটি পুরো পাকিস্তানজুড়ে হবে।

আরও পড়ুন: ইমরানের বাসভবন থেকে ২০ রাইফেল ও বোমা উদ্ধার