একমঞ্চে দেশের জনপ্রিয় দুই তারকা শিল্পী। একজন গানের অন্যজন অভিনয়ের। উত্তরবঙ্গের কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রায় ২৫ হাজার দর্শকদের মন জয় করে নিয়েছে তারা। এটি অনুষ্ঠিত হয় গতকাল শনিবার বিকেলে।
কণ্ঠশিল্পী আঁখি আলমগীর বলেন, ‘কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা বণিক সমিতির ৫০ বছর পূর্তি ও নতুন কমিটির অভিষেক উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানেই পারফর্ম করেছি আর চিত্রনায়ক ফেরদৌস। অনুষ্ঠানটির আয়োজন করা হয় উপজেলার ডিএম একাডেমি ফুটবল মাঠে। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মার্জান সুমি।’
আরও পড়ুন: এক ঢিলে দুই পাখি মারলেন হিরো আলম
এই গায়িকার প্রতিক্রিয়া ছিল এমন- ‘বিপুল দর্শক-শ্রোতার মাঝে লাইভ পারফরমেন্স করার মজাই আলাদা। ওখানকার অডিয়েন্স ছিল দারুন। আর বলা যায়, এমন দর্শক পেয়ে আমরা দারুণ কিছু সময় কাটিয়েছি। খুব ভালো লেগেছে তাদের সুরের যাদুতে বেঁধে রাখার মূহুর্তটি।’
জানা গেছে, এই অনুষ্ঠান উপভোগ ও প্রিয় তারকাদের দেখতে মাঠে ভিড় জমায় হাজার হাজার শ্রোতা-দর্শক। একটা সময় জায়গার সংকুলানের কারণে গাছের ডালে, ভবনের ছাঁদেও দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। ৫০ বছর পূর্তির ওই অনুষ্ঠানের প্রথম পর্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কুড়িগ্রাম জেলার সভাপতি ও সাবেক সংসদ সদস্য একে এম মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি গোলাম মোস্তফা। এর সার্বিক সহযোগিতায় ছিল প্রতিষ্ঠানটি।