advertisement
advertisement
advertisement

১২ দল থেকে লেবার পার্টি বেরিয়ে যাওয়ায় সন্তুষ্ট শরিকরা

নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২৩ ০৯:৪৬ পিএম | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ০৯:৪৬ পিএম
ফাইল ছবি
advertisement

১২ দলীয় জোট থেকে বাংলাদেশ লেবার পার্টি বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে জোটের শরিকরা।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ এলডিপি কার্যালয়ে জোটের বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই সন্তোষ প্রকাশ করা হয়।

advertisement

বৈঠকে জোটের ১১ শরিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা।

বৈঠকে জোটের শীর্ষ নেতারা বলেন, লেবার পার্টির বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র, জোটের সংহতি পরিপন্থী আলাদা কর্মসূচি পালন, জোটের সিনিয়র নেতাদের বিরুদ্ধে অশোভন ও উদ্ধতপূর্ণ আচরণ,  জোটের শৃঙ্খলা ভঙ্গ ও জোটের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করায়  শরিকদের মধ্যে চরম ক্ষোভ ও অস্বস্তি বিরাজ করছিল। এই অবস্থায় লেবার পার্টি নিজ থেকে জোট থেকে বিদায় হওয়াতে জোট নেতারা আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করেন।

advertisement

আরও পড়ুন: জনসভায় বাধা না দেওয়া আওয়ামী লীগের নতুন নাটক: ফখরুল