advertisement
advertisement
advertisement

দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩ ১০:০০ পিএম | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১০:০০ পিএম
প্রতীকী ছবি
advertisement

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহত রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ মাহবুব ওরফে হাফেজ মাহবুব (২৭)। তিনি উখিয়ার ময়নারঘোনা ১৯ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা সৈয়দ আমিনের ছেলে।

গতকাল শনিবার রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১২ নম্বর ক্যাম্পের জি-ব্লকে এ ঘটনা ঘটে।

advertisement

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী স্থানীয়দের বরাতে বলেন, ‘কতিপয় স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন মোহাম্মদ মাহবুব। এক পর্যায়ে পাঁচ থেকে সাত জন মুখোশধারী সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়। কিছুদূর নেওয়ার পর দুষ্কৃতিকারীরা মাহবুবকে লক্ষ্য করে বুকে পরপর দুটি গুলি করে। খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে বালুখালী ১২ নম্বর ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এরপর সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, ‘মোহাম্মদ মাহবুব রোহিঙ্গা ক্যাম্পে অপরাধকর্মের বিরোধিতা এবং স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তের পর খুনের প্রকৃত কারণ জানানো সম্ভব হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

advertisement