advertisement
advertisement
advertisement

সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণ
জামিন মেলেনি পরিচালক পারভেজ উদ্দিনের 

চট্টগ্রাম ব্যুরো
১৯ মার্চ ২০২৩ ১০:২৩ পিএম | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১০:৪৫ পিএম
ফাইল ছবি
advertisement

সীমা অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে হতাহতের মামলায় কারখানা পরিচালক পারভেজ উদ্দিন সান্টুর জামিন মেলেনি। তবে জামিন আবেদন বাতিলও করেননি আদালত। আগামী বুধবার শুনানির দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল জামিন আবেদন। আদালত পারভেজ উদ্দিন সান্টুকে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন।

advertisement

অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল আমাদের সময়কে জানান, জামিন আবেদন করেছি, আদালত মঞ্জুর করেননি, আবার বাতিলও করেননি। বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

জানা গেছে, মামলার বাদী রোকেয়া বেগমও সান্টুর জামিনের পক্ষে মতামত দিয়েছেন। পুলিশ ১ দিনের রিমান্ডে নেওয়ার পর তার কাছ থেকে সন্তোষজনক পেয়েছেন বলে প্রতিবেদন দিয়েছে।

advertisement

গত ৪ মার্চ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে সাতজনের নিহত ও ২৫ জন আহত হন। দায়িত্বে অবহেলা ও বিস্ফোরণ পরবর্তীতে অসহযোগিতার অভিযোগ এনে গত শনিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন বিস্ফোরণে নিহত শ্রমিক আবদুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম। মামলায় অক্সিজেন প্ল্যান্টের তিন মালিকসহ ১৬ জনকে আসামি করা হয়।