হঠাৎ করেই ছন্দ হারিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোল পাচ্ছিলেন না পর্তুগিজ যুবরাজ। অবশেষে দুর্দান্ত এক প্রত্যাবর্তন করলেন ‘সিআর সেভেন’। তিন ম্যাচ পর পেয়েছেন গোলের দেখা। তার গোলটাও হলো দেখার মতো। ৩০ গজ দূর থেকে দুর্দান্ত শটে রোনালদো যে গোলটা করলেন সেটা অনেক দিন চোখে লেগে থাকবে ফুটবলপ্রেমীদের চোখে। তার আল নাসেরও জয়ে ফিরল। শনিবার রাতে সৌদি প্রো লিগে পিছিয়ে থেকেও আভার বিপক্ষে ২-১ গোলে জিতেছে আল নাসের।
ঘরের মাঠে ২৬ মিনিটে গোল হজম করে আল নাসের। আভাকে লিড এনে দেন আবদুলফাত্তাহ আদাম আহমেদ। স্বাগতিকরা সমতায় ফেরে ৭৮ মিনিটে; রোনালদো অসাধারণ এক ফ্রি-কিকে। আভা রক্ষণভাগের ফাঁক গলে জালের ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ সুপারস্টার। সৌদিয়ান ক্লাবে গত জানুয়ারিতে যোগ দেওয়ার পর এটা তার নবম গোল। তবে ঘরের মাঠ মার্সুল পার্ক স্টেডিয়ামে এটা তার প্রথম গোল! ৮৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন তালিসকা। এই জয়ে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল আল নাসের। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।