চট্টগ্রামের একটি আদালতে সাক্ষীকে জেরা করার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. জোবাইরুল হক। অন্য আইনজীবীরা তাকে দ্রুত বেসরকারি একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আজ বুধবার দুপুরে দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আমিনুল ইসলামের আদালতে এ ঘটনা ঘটে। জোবাইরুল হকের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায়। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) আইন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তথ্য ও প্রযুক্তি সম্পাদক অলি আহমদ বলেন, নগরীর কোতোয়ালি থানার একটি মাদক মামলায় আসামিকে জেরা করার সময় জোবাইরুল হক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। এরপর দ্রুত নগরীর একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদরোগে জোবাইরুল হকের মৃত্যু হয়েছে।