advertisement
advertisement
advertisement.

মালয়েশিয়ায় রোজা শুরু বৃহস্পতিবার

আরিফুল ইসলাম,মালয়েশিয়া
২২ মার্চ ২০২৩ ১০:৪০ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৩ ১০:৪০ পিএম
advertisement..

রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার দিনগত রাতে সেহেরি খেয়ে আগামীকাল বৃহস্পতিবার রোজা রাখবেন মালয়েশিয়ার ধর্মপ্রাণ মুসলমানরা। অর্থাৎ ২৩ মার্চ বৃহস্পতিবার মালয়েশিয়ায় প্রথম রোজা শুরু হবে।

মালয়েশিয়ার ধর্ম বিষয়ক ‘কিপার অব দা রুলার সীল’ সৈয়দ দানিয়াল বলেন, ‘শাসকদের সম্মতির পর ইয়াং ডি-পার্টুয়ান আগং, আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহের আদেশে মালয়েশিয়ার অন্য রাজ্যগুলির সুলতানদের সঙ্গে আলোচনা করে রোজার শুরুর এ তারিখ নির্ধারণ করা হয়।’

advertisement

ঘোষণাটি আজ বুধবার রাতে রেডিও ও টেলিভিশন ছাড়াও স্থানীয় অনলাইন পোর্টালগুলোতে প্রচার করা হয়েছে।