সাধারণত রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
এ রাশি নিয়ে নানা ভাবনা, নানা মত রয়েছে। কেউ এটাকে বিশ্বাস করেন, আবার কেউ এসব মানতে চান না। কেউ আবার না মানলেও লুুকিয়ে দেখে নেন কি আছে ভাগ্যে। যা হোক; সেই তর্ক-বিতর্ক দূরে থাক, বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন না করে- দিনের শুরুতে চলুন মিলিয়ে নেয়া যাক- কেমন যাবে আজকের দিনটি?
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য।
আজ ২৩ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার। আজকের দিনটি মেষ রাশির। মেষ রাশিরা শৃঙ্খলা বজায় রাখবে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল):
মেষ রাশির জাতকদের আজকের দিনটি শুভ। আজ আপনারা জীবনসঙ্গীর সহযোগিতা ও সানিধ্য লাভ করবেন। একাধিক আটকে থাকা কাজ সম্পন্ন হবে। চাকরি ও ব্যবসায় বুদ্ধিমত্তার প্রয়োগ করে কোনও সিদ্ধান্ত নিতে হবে। সব দিক ভালো ভাবে চিন্তাভাবনা করে দেখুন। সন্তানের পক্ষে সুসংবাদ পেতে পারেন। রাতের বেলা আপনজনদের সঙ্গে দেখা হতে পারে। ছাত্ররা নিজের জ্ঞান বৃদ্ধির চেষ্টা করুন।
আজ ৭৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে):
বৃষ রাশির জাতকদের ধৈর্য সহকারে ও বোধবুদ্ধি প্রয়োগ করে কাজ করতে হবে। আজ ধৈর্য ধরে শান্তিতে কথা বলুন। তখনই আপনাদের সমস্ত কাজ পূর্ণ হবে। রাজনৈতিক ক্ষেত্রে কোনও প্রচেষ্টা করে থাকলে তাতে সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে পদ-প্রতিষ্ঠা লাভ করতে পারেন এই রাশির জাতক। জীবনসঙ্গী আপনার প্রত্যাশা পূর্ণ করতে পারবেন। এর ফলে মনের মধ্যে ভালোবাসার অনুভূতি জাগবে। রাতের দিকে অপ্রিয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। সাবধান থাকুন। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক মধুর হবে।
ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন):
মিথুন রাশির জাতকদের আজ সতর্ক থাকতে হবে। ভাগ্য আপনার সঙ্গ দেবে না। পাশাপাশি কিছু লোকসানের প্রবল সম্ভাবনা রয়েছে। দামী জিনিস চুরি হতে পারে, তাই সতর্ক থাকুন। পারিবারিক ব্যবসায় বন্ধুদের পরামর্শের ভালো লাভান্বিত হবেন। এর ফলে ভবিষ্যতে পূর্ণ লাভ অর্জন করতে পারেন। সন্তান কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সাফল্য লাভ করতে পারবেন। এর ফলে মনে আনন্দ অনুভূত হবে। রাতের বেলা কোনও শুভ কাজে সম্মিলিত হওয়ার সৌভাগ্য লাভ করবেন।
ভাগ্য ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই):
কর্কট রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। সমস্ত কাজে সাফল্য লাভের প্রবল যোগ রয়েছে। ব্যবসার কারণে যাত্রার সম্ভাবনা রয়েছে। তাতে সাফল্য লাভ করবেন। ভবিষ্যতে লাভান্বিত হবেন। সন্তানের দায়িত্ব পূরণ হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসাপূর্ণ কথা বলবেন। সন্ধ্যা নাগাদ কোনও প্রিয় ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। রোজগারের ক্ষেত্রে প্রচেষ্টার ফলে সাফল্য লাভ করবেন। মায়ের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। তাই সংযম বজায় রাখুন।
আজ ৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট):
সিংহ রাশির জাতকরা আজ লাভের সুযোগ পাচ্ছেন। বাণীতে কোমলতার কারণে চাকরি ও ব্যবসায় বিশেষ সম্মান লাভ করতে পারেন। এর ফলে শত্রুদের কষ্ট হবে। তবে তাদের তোয়াক্কা করবেন না। আপনার পরাক্রম দেখে তারা নিজেই ধ্বংস হবে। শিক্ষা ক্ষেত্রে প্রচেষ্টা করলে লাভান্বিত হবেন। আজ অধিক দৌড়ঝাপ করতে হবে। তবে পরিশ্রমের ফল পাওয়ায় ক্লান্তি অনুভূত হবে না। আয়ের নতুন উৎস লাভ করবেন। সন্ধ্যা নাগাদ প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। তর্ক ও বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।
ভাগ্য ৭০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর):
কন্যা রাশির জাতকদের আজকের দিনটি সাধারণ কাটবে। সামাজিক ও মাঙ্গলিক কাজে অর্থ ব্যয় করতে পারেন। এর ফলে যশ বৃদ্ধি হবে। রোজগার ও ব্যবসার ক্ষেত্রে চলতে থাকা প্রচেষ্টার ফলে সাফল্য লাভ করবেন। সন্তানকে ধর্মীয় কাজে লিপ্ত দেখে আপনার মনে আনন্দ জাগবে। দুপুরের পর আইনি মামলায় জয় আপনাদের আনন্দের কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ কোনও মহিলাকে তার কর্মক্ষেত্রে সাহায্য করতে পারেন।
আজ ৬২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর):
তুলা রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। পরিবারে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। এর ফলে পরিবেশ আনন্দে ভরে উঠবে। বাড়ি ও পরিবারের সমস্ত সদস্য আনন্দে থাকবে। পর্যাপ্ত পরিমাণে অর্থ হাতে আসার ফলে বহু দিন ধরে চলতে থাকা লেনদেনের বড়সড় সমস্যারও সমাধান হবে। প্রেম প্রসঙ্গ প্রবল আকার ধারণ করবে। আজ আপনি নিজের মায়ের স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন।
ভাগ্য ৭০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর):
বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিন অনুকূল। স্বাস্থ্য দুর্বল থাকবে। বিশ্রাম করতে চাইবেন। কোনও আন্তরিক বিকার আপনাকে চিন্তিত করতে পারে। কোনও কারণে মেজাজ খিটখিটে হতে পারে। রাগ বাড়বে, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। পারিবারিক জীবনে জটিলতা বাড়বে। কোনও কারণে মনে কষ্ট হতে পারে।
আজ ৭৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর):
ধনু রাশির জাতকরাও ভাগ্যের সঙ্গ পাবেন। আর্থিক ক্ষেত্রে আপনাদের দিন ভালো। শ্বশুরবাড়ির তরফে পর্যাপ্ত পরিমাণে অর্থ পেতে পারেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। বিরোধীরাও আপনার প্রশংসা করবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। তাই সংযমী হন ও নিজেকে নিয়ন্ত্রণে রাখুন।
ভাগ্য আজ ৯০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি):
মকর রাশির জাতকদের দিন শুভ, ভাগ্যও আপনার সঙ্গে রয়েছে। আজ মা-বাবার বিশেষ যত্ন নিতে হবে। পারিবারিক ও আর্থিক বিষয়ে সাফল্য লাভ করতে পারবেন। সন্ধ্যা নাগাদ কোনও বিবাদে জড়াবেন না। তা না-হলে আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন। রোজগারের ক্ষেত্রে প্রচেষ্টা ফলীভূত হবে। কর্মক্ষেত্রে আধিকারিক ও কর্মচারীদের ভরপুর সহযোগিতা লাভ করবেন। নষ্ট হওয়া কাজ সম্পন্ন হবে।
ভাগ্য আজ ৮০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বিষ্ণুকে বেসেনের লাড্ডুর ভোগ নিবেদন করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):
কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি ধৈর্য ও সতর্কতার সঙ্গে কাটাতে হবে। হঠাৎ কোনও সংবাদ শুনে যাত্রায় যেতে হতে পারে এই রাশির জাতকদের। তাই সতর্ক থাকুন ও লড়াই-ঝগড়া করবেন না। স্বাস্থ্য দুর্বল থাকবে, কোনও কারণে হতাশ হতে পারেন। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন। পরিবারের কোনও সদস্যের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। ব্যবসা ক্ষেত্রে করে থাকা প্রচেষ্টা সফল হবে। সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করে থাকলে তাতে লগ্নি করুন, লাভ হবে।
৭০ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
মীন রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। দাম্পত্য জীবনে কোনও বাধা থাকলে তা সমাপ্ত হবে। শ্বশুরবাড়ির সঙ্গে কোনও লেনদেন করবেন না। তা না-হলে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে। ধর্মীয় স্থানের যাত্রায় অর্থ ব্যয় হতে পারে। যাত্রার সময়ে সতর্ক থাকুন। কোনও দামী বস্তু চুরি হতে পারে। সন্তানের চিন্তায় দিন কাটবে।
আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।