advertisement
advertisement
advertisement.

প্রয়াত মাসুম বাবুলের পরিবারের পাশে দাঁড়ালেন ডিপজল

বিনোদন ডেস্ক
২৪ মার্চ ২০২৩ ০৪:৩২ পিএম | আপডেট: ২৪ মার্চ ২০২৩ ০৪:৩২ পিএম
মাসুম বাবুলের দুই সন্তানের সঙ্গে মনোয়ার হোসেন ডিপজল ও জায়েদ খান
advertisement..

সদ্যপ্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী মাসুম বাবুলের পরিবারের পাশে দাঁড়ালেন অভিনেতা, প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাসুম বাবুলের দুই সন্তান মাহিন ও তানিশার সঙ্গে দেখা করেন তিনি। এ সময় তাদের পড়ালেখার জন্য ২ লাখ টাকা দেন ডিপজল।

ডিপজলের সঙ্গে উপস্থিত থাকা চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘মাসুম বাবুল মারা যাওয়ার বছর তিনেক আগে মাহিন ও তানিশা তাদের মাকে হারায়। বাবাকে হারিয়ে চূড়ান্ত অসহায় হয়ে পড়ে তারা। দুজনেই ইংলিশ মিডিয়ামে পড়ছে। লেখাপড়ার খরচ ব্যয়বহুল। ডিপজল ভাই তাদের লেখাপড়ার জন্য ২ লাখ টাকা দিয়েছেন।’

advertisement

তিনি বলেন, ‘আমি ও ডিপজল ভাই এবার সিদ্ধান্ত নিয়েছি তাদের লেখাপড়ার যাতে সমস্যা না হয় এজন্য পাশে থাকব। তাদের বাবা (মাসুম বাবুল) অসুস্থকালীন লেখাপড়ায় গ্যাপ গেছে। ডিপজল ভাই সব খোঁজ নিয়ে আমার মাধ্যমে তাদের ডাকান। প্রাথমিক সহায়তা হিসেবে ২ লাখ টাকা দিয়েছেন।’

মাসুম বাবুল ‘বেদের মেয়ে জোসনা’, ‘কোটি টাকার কাবিন’, ‘বিক্ষোভ’সহ বহু চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছেন। ১৯৯৩ সালে ‘দোলা’ ২০০৮ সালে ‘কি জাদু করিলা’ ও ২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’ ছবির জন্য নৃত্য পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। গত ৬ মার্চ ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমান মাসুম বাবুল।