বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির ভাই মাহিনুর আহমেদ খানের ওপর হামলার ঘটনার তদন্ত চায় যুক্তরাষ্ট্র।
গত সপ্তাহে মিরপুরে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন মাহিনুর।
এক বিবৃতিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান শিলার বলেন, ‘মাহিনুর আহমেদ ওপর হামলার বিষয়ে আমরা অবগত। আমরা মাহিনুরের দ্রুত আরোগ্য কামনা করি এবং এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।
গত ১৭ মার্চ রাতে রাজধানীর মিরপুরে সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির ভাই মাহিনুর আহমেদের ওপর দুর্বৃত্তরা হামলা করে।