advertisement
advertisement
advertisement.

ডিসির গাড়িতে ধাক্কা, ট্রাকচালককে ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৩ ০৯:২৭ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩ ১২:১২ এএম
ডিসির গাড়িকে ধাক্কা দেওয়া ট্রাক। ছবি: সংগৃহীত
advertisement..

ঝালকাঠির জেলা প্রশাসক (ডিসি) ফারহা গুল নিঝুমের গাড়িতে ধাক্কা দেওয়ায় পারভেজ মোল্লা নামের এক ট্রাকচালককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বেলা পৌনে ১টার দিকে ঝালকাঠি পৌর মিনি পার্কের সামনের সড়কে ডিসির গাড়িতে এ ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে।

সাজাপ্রপাপ্ত ট্পারভেজ মোল্লার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাবলাতলা গ্রামে।  তিনি  একটি বেসরকারি কোম্পানির পণ্য ডেলিভারির কাজ করেন।

advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে খেয়াঘাট থেকে শহরের দিকে যাচ্ছিল প্লাস্টিকের পাইপ ভর্তি ট্রাকটি। চালক গাড়িটি সঠিক নিয়ন্ত্রণ করতে না পেরে ডিসির গাড়িকে ধাক্কা দেন। খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এবং ট্রাফিক সার্জেন্ট সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে আসেন।

এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রাকচালককে ৬ মাসের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে ট্রাকটি জব্দ করে ঝালকাঠি সদর থানায় পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।

ঝালকাঠির ডিসি ফারহা গুল নিঝুম বলেন, ‘ঘটনার সময় আমি বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। বড় ধরনের বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছেন। আমার কোনো ক্ষতি হয়নি।’