advertisement
advertisement
advertisement.

রাজধানীতে নারীর ক্ষমতায়ন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার

যুক্তরাষ্ট্র প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩ ০৯:২৯ পিএম | আপডেট: ২৪ মার্চ ২০২৩ ০৯:২৯ পিএম
রাজধানীতে নারীর ক্ষমতায়ন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার। ছবি: সংগৃহীত
advertisement..

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু কমিশন এবং জাতিসংঘের মহিলা বিষয়ক বিশেষ কমিশন সিএসডাব্লিউ৬৭’র যৌথ উদ্যোগে নারীর ক্ষমতায়ন শীর্ষক বিশেষ আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক সম্পাদক রিজভী আলমের সভাপতিত্বে বঙ্গবন্ধু কমিশনের বাংলাদেশ কমিশনার আল মাসুম খান এবং বাংলাদেশ ডাইরেক্টর ড. দিপু সিদ্দিকীর যৌথ সঞ্চালনায় এই সেমিনার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ফরিদুন নাহার লাইলী।

advertisement

সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডেমোক্র্যাটিক পার্টির কেন্দ্রীয় নেতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা, বাংলাদেশি আমেরিকান কমিউনিটির প্রতিনিধি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের পোষ্টাল বিভাগের শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি ড. রাব্বী আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, রাবেয়া আলিম, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ধর্মেন্দ্র ভিক্ষুক, আন্তর্জাতিক সম্পাদক মাসুদ হোসেন, এরিজোনা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. প্রিসিলা খান মলি, বঙ্গবন্ধু কমিশনের মধ্যপ্রাচ্য কমিশনার আওলাদ হোসেন, বঙ্গবন্ধু কমিশন আন্তর্জাতিক প্রচার সেলের কার্যকারী সদস্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রতিনিধি ফারজানা মোশারফ, পোলান্ড কমিশনার মো. নান্নু শেখ, সিয়েরা লিওন কমিশনার আবু তাহের, ব্র্যান্ডিং বাংলাদেশ এম্বাসেডর মো. শিবাজি ফকির, কমিশনের রাজনৈতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান এমএম আলমগীর হোসেন রাজিব, ব্র্যান্ডিং বাংলাদেশ কন্ট্রিবিউটর মিজান ইবনে হোসেন, কার্যকরী সদস্য কবির হোসেন, রোটারিয়ান ওহিদুজ্জামান, রাজিব খান, মো. তফিকুল ইসলাম, খন্দকার শফিউল আজম পলিনসহ আরও অনেকে।

বাংলাদেশের নারী নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নারীর ক্ষমতায়ন সেমিনারে ভার্চুয়াল মডারেটর ছিলেন জাতিসংঘের বঙ্গবন্ধু কমিশনের বিশেষ কমিশনার ড. রেমি আলাপো। যৌথ ভাবে কোস্টের দায়িত্ব পালন করেন ফ্লোরিডা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. ইসমত আরা পারভিন ও পেনসেলভেনিয়া বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আজমেরী সালাম জামান। আন্তর্জাতিক এই সেমিনারে বিশ্বের বিভিন্ন দেশের নারী প্রতিনিধিরা সংযুক্ত ছিলেন। সেমিনারে অন্যানের মধ্যে ভার্চুয়ালি আরও সংযুক্ত ছিলেন সাবেক সচিব এনআই খান, স্পেনের রাষ্ট্রদূত সারোয়ার মাহমুদ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ কায়কোবাদ ও মিনহাজ রাসেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুব রাব্বী খান, অ্যাডিশনাল ডিআইজি ইকবাল হোসেন, আফ্রিকান ভিউজ পরিচালক ড. ইদ্রিস ওয়ালী, ক্যামেরুন প্রতিনিধি নাবেল নোগে, বলিভিয়ান প্রতিনিধি অ্যালায় দুবাল, বসনিয়ান প্রতিনিধি ইমাম আরিফ হাস্কিক, ইয়ামেন প্রতিনিধি ইব্রাহিম আল জাহেম, ব্রাজিলিয়ান প্রতিনিধি পোরশুলা বস্তিুউস, ক্যানাডিয়ান কমিশনার কানিজ ফাতেমা মিতা, ব্র্যান্ডিং বাংলাদেশ কন্ট্রিবিউটর আশরাফুল আলম তমাল, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক নুরুন আলম, ইতালি বঙ্গবন্ধু কমিশনার মো. নুরুল কবির, ওমান কমিশনার বঙ্গবন্ধু কমিশনের ওমান কমিশনার সাদ্দাম হোসেন, যুক্তরাষ্ট্রের কানেকটিকাক্ট কমিশনার মো. আরিফুর রহমান আরিফ, স্পেন কমিশনার বদরুল কামালী, সৌদি আরব কমিশনার মো. শাহ আলম শান্তসহ আরও অনেকে।

উল্লেখ্য ৭ই মার্চ ২০২৩ মিশিগান সেনেট এক বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানসহ ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা সনদ প্রদান করে। এই বিশেষ ট্রিবিউট প্রধানমন্ত্রী ও র‍্যাবের পক্ষে ড. এম ডি রাব্বী আলম গ্রহণ করেন। জাতীয় প্রেসক্লাবে মিশিগান রাজ্য প্রদত্ত সনদগুলি বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর দুই নারী নেত্রীর হাতে তুলে দেওয়া হয়।