advertisement
advertisement
advertisement.

অবৈধ মজুদকৃত টিসিবির পণ্য জব্দ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩ ১০:২৬ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩ ১২:০৭ এএম
অবৈধ মজুদকৃত টিসিবির পণ্য জব্দ। ছবি: আমাদের সময়
advertisement..

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি টিসিবির পণ্য খোলাবাজারে বিক্রি করার অপরাধে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন রাজিব মল্লিক (১৭) ও খায়রুল ইসলাম (১৬)। এ সময় টিসিবির ১২শ বস্তা চাল, বিপুল পরিমাণ ডাল, তেল ও চিনি জব্দ করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বনগ্রাম এলাকায় ফ্রেশ সুইটমিট মিষ্টির দোকানের পাশের গোডাউন থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রাজিব বরিশালের কাজিরহাট থানার আন্দরমানি গ্রামের বাসিন্দা ও খাইরুল ইসলাম একই থানার চর সন্তোষপুর গ্রামের বাসিন্দা।

advertisement

পুলিশ জানিয়েছে, তেগুরিয়া এলাকায় গোডাউন ভাড়া নিয়ে বেশ কিছুদিন ধরে কাউসার হাওলাদার নামের এক ব্যবসায়ী টিসিবির পণ্য মজুদ করে পরে বস্তা পরিবর্তন করে সেই পণ্য খোলা বাজারে বিক্রি করত। আজ ভোরে ট্রাক থেকে চাল গোডাউনে নামানোর সময় কেরানীগঞ্জ থানার টহল পুলিশ কাউসারের কর্মচারী রাজিব ও খাইরুলকে গ্রেপ্তার করে। পরে পুলিশ গোডাউনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চাল, ডাল ও তেলসহ বিভিন্ন পণ্য জব্দ করে।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রমজানকে সামনে রেখে একটি বড় সিন্ডিকেট কেরানীগঞ্জে টিসিবির পণ্য মজুদ করে লেভেল পরিবর্তন করে খোলা বাজারে বিক্রির অপচেষ্টা করছিল। এ ঘটনায় জড়িত থাকায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোডাউনের বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। গোডাউনে কী পরিমান মালামাল জব্দ করা হয়েছে তার তালিকা তৈরি করা হচ্ছে।