রমজানের প্রথম দিন গ্যাস সংকটের কারণে রাজধানীর অনেক এলাকায় জ্বলেনি চুলা। ফলে বাধ্য হয়ে বাইরে থেকে ইফতারসামগ্রী কিনে খেতে হয়েছে রাজধানীর নিউমার্কেট, ডেমরা ও আজিমপুর এলাকার বাসিন্দাদের। সকাল থেকেই গ্যাসের সংকট থাকায় বিকালে ইফতারসামগ্রী তৈরি করতে পারেননি এসব এলাকার বাসিন্দারা।
আজিমপুর এলাকার বাসিন্দা লিনা আক্তার বলেন, আজ সকাল থেকেই গ্যাস ছিল না। তাই রান্নাবান্না করতে পারিনি। পরে দোকান থেকে ইফতারসামগ্রী কিনে আনতে হলো। নিউমার্কেট এলাকার বাসিন্দা মাজেদা আক্তার বলেন, মিনিমাম রান্না করার মতো গ্যাসও পাওয়া যায়নি। তাই বাইরে থেকে ইফতারসামগ্রী কিনে আনতে হয়েছে।
ডেমরা এলাকার বাসিন্দা সাদিয়া আক্তার বলেন, গ্যাস সংকটে প্রথম রমজানেই ইফতার বানাতে পারলাম না। সামনেও যদি এমন গ্যাস সংকট থাকে তা হলে তো বাইরে থেকে ইফতারসামগ্রী কেনা ছাড়া উপায় থাকবে না। কারণ সবার বাসায় তো এলপিজি গ্যাস থাকে না।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম ছিল। প্রথম রমজানে গ্যাসের চাহিদা বেশি থাকায় বিভিন্ন স্থানে সরবরাহে কিছুটা ঘাটতি হয়েছে। গ্যাস সংকটের বিষয়ে আমরা অবগত রয়েছি। রমজান মাসে যেন গ্যাস সংকট না হয়, সে বিষয়ে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।