ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকপজয়ী খেলোয়াড়দের সঙ্গে ক্রিকেটে মেতেছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এক টুইটার ভিডিওতে এমনটি দেখা যায়। যেখানে ভারতীয় বংশোদ্ভূত সুনাককে ব্যাটি ও বোলিং করতে দেখা যায়।
প্রধানমন্ত্রীর সিনিয়র ভিডিওগ্রাফার লুকা বোফার টুইটার আইডি থেকে ভিডিওটি শেয়ার করা হয়। ১০ ডাউনিং ট্রিটে প্রধানমন্ত্রী বাসভবন থেকে ভিডিওটি করা হয়।
ভিডিওর ক্যাপশনে লিখা হয়, ‘প্রধানমন্ত্রী্ ঋষি সুনাক ১০ ডাউনিং স্ট্রিটে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সঙ্গে ক্রিকেট খেলছেন। সুনাককে স্যাম কারান ও ক্রিস জর্ডানের বলে ব্যাটিং করতে দেখা যাচ্ছে।’
ভিডিওটি পরে ইউটিউবেও শেয়ার করা হয়। সেখানে ক্যাপশনে লিখা হয়, প্রধানমন্ত্রী ঋষি সুনাক ডাউনিং স্ট্রিটে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের স্বাগতম জানান। সঙ্গে আরও ছিল ইসিবির স্টাফ ও এসিই ক্রিকেট প্রোগ্রামের স্কুল শিশুরা।