advertisement
advertisement
advertisement.

দীপিকা-রণবীরের সুখের সংসারে চিড়!

বিনোদন ডেস্ক
২৫ মার্চ ২০২৩ ১১:৪৮ এএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩ ১১:৪৮ এএম
বলিউড জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন
advertisement..

বলিউডের জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দীর্ঘদিন ধরেই সুখের সংসার করছেন এই তারকা দম্পতি। যতই চারিত্রিক বৈপরীত্য থাকুক না কেন দাম্পত্যে মনের মিলটাই যে আসল, তা বারে বারে প্রমাণ করেছেন রণবীর-দীপিকা।  তবে এবার রণবীর-দীপিকার অনুরাগীদের জন্য একটি ‘দুঃখের খবর’ রয়েছে।

বড়পর্দায় হোক কিংবা বাস্তব জীবনে, রণবীর-দীপিকার জুটি মানেই তা একেবারে সুপারহিট। তাদের রসায়নে একেবারে বুঁদ হয়ে থাকেন দর্শকরা। যখনই তাদের একসঙ্গে কোথাও দেখা যায়, তাদের উজ্জ্বল উপস্থিতি একেবারে প্রত্যেকের চোখ ধাঁধিয়ে দেয়। এবার সেই তারকা জুটির বিচ্ছেদের সংবাদ সামনে আসায় অনুরাগীদের হৃদয় একেবারে ভেঙে গিয়েছে।

advertisement

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, বলিউডের জোর গুঞ্জন, দুই তারকার মধ্যে চলছে মনোমালিন্য। বিভিন্ন সময়ে জিজ্ঞাসা করেও দীপিকার থেকে বিশেষ কোনো কথা বের করা যায়নি। আর রণবীর? তার উত্তর তো সব সময়ে হেঁয়ালি। তবে এবার যেন অশনিসংকেত দেখতে পাচ্ছেন অনেকেই। সম্প্রতি একটি অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, আর সেখানে ধরা পড়েছে দুজনের সম্পর্কের ছন্দপতন।

ভিডিওতে দেখা যায়, দীপিকা গাড়ি থেকে নামলেন। দুজনেই কালো পোশাকে সুসজ্জিত। অভিনেত্রীর জন্য অপেক্ষারত রণবীর। নিজেদের পোশাক ঠিক আছে কিনা, তা একবার ভাল ভাবে দেখে নেন। তার পর বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেন তারা।

এরপর যা ঘটে, তাতেই উঠছে প্রশ্ন। দীপিকার জন্য হাত বাড়ালেন রণবীর। স্বামীর দিকে তাকালেন না দীপিকা, এমনকি, হাতও ধরলেন না। শেষে বাবা প্রকাশ পাড়ুকোনকে মাঝখানে রেখে ছবি তোলেন। নিমেষেই ছড়িয়ে পড়ে এই ভিডিও। অনুরাগীদের জল্পনা, তাদের মধ্যে সবকিছু ঠিক আছে তো?